ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ,দীর্ঘ যানযট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:০১ পিএম

সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ,দীর্ঘ যানযট

ছবি-বর্তমান বাংলাদেশ।

গাজীপুরের শ্রীপুরে মালিকানা পরিবর্তনের কারণে একটি কারখানা বিক্রির গুজব ছড়িয়ে পড়ে কর্মরত দুই হাজার শ্রমিকদের মাঝে।এতে শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে তিন মাসের অগ্রিম বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টুপাজ ড্রসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান,প্রতিদিনের মতো সকাল থেকে  কারখানায় উৎপাদন কাজ চলছিল। হঠাৎ বিকেল ৩টার দিকে মালিকানা পরিবর্তনের কারণে উসমান গ্রুপের টুপাজ ড্রসেস লিমিটেড কারখানাটি বিক্রির গুজব শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। কারখানা বিক্রির গুজবে কাজ বন্ধ করে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে তিন মাসের অগ্রিম বেতনের দাবি জানান।

কারখানার শ্রমিক আফরোজা বলেন,শোনেছি কারখানাটির মালিকানা পরিবর্তন হয়ে।সকাল থেকে কারখানায় কাজ করতে ছিলাম। বিকেলে কারখানাটি অন্যত্র বিক্রি হওয়ার খবর ছড়িয়ে পড়ে।এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে গেছেন। সামনে ঈদ।আমাদের না জানিয়ে হঠাৎ করে কারখানা বিক্রি করে দিলে আমরা খামু কি?
আতিক নামের আরেক শ্রমিক বলেন, দুপুরে কয়েকজন লোক এসে মেশিনে লাল রং দিয়ে চিহ্নিত করে।এর কিছুখন পর  যন্ত্রপাতি গাড়িতে তোলে নিয়ে গেছে।তাই   আমরা আমাদের চলতি মাসের বেতন-ভাতা ও বেসিক-বেতন না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না।
শ্রমিক মাজাহারুল ইসলাম বলেন, আমাদের সামনে ঈদ, হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত আমাদের শ্রমিকদের পথে বসা ছাড়া বিকল্প নেই। আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে রাস্তা ছেড়ে দেব।
এ বিষয়ে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. রাসেল আহমেদ বলেন, ‘কারখানা বিক্রির বিষয়টিআমার জানা নাই। চলতি মাসের বেতন ছাড়া কোনো বেতন বকেয়া নেই। কারখানা থেকে বিকল যন্ত্রপাতি সরানো হচ্ছে। শ্রমিকদের অনেক অনুরোধ করলেও ওরা আমাদের কথা না মেনে রাস্তায় চলে যায়।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক স্বপন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!