ঝালকাঠিতে ৪ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্টের সোসাইটি। আজ মঙ্গলবার দুপুরে শহরের রেড ক্রিসেন্স সোসাইটি কার্যালয়ের সামনে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
শীতবস্ত্র বিতরেণের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, বিসিকের উপ ব্যবস্থাপক আরী আসগর নাসির। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, শীতে হতদরিদ্র মানুষ যাতে কষ্ট না সেটি বিবেচনায় রেখে সরকার এসব মানুষের জন্য পর্যাপ্ত শীতবস্ত্রের ব্যবস্থা করেছে। তার পরও সমাজের পিছিয়ে পড়া মানুষ এই শীতে কোনো রকম কষ্ট না পায় সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
আপনার মতামত লিখুন :