ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে মেডিকেল কলেজের দাবী

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৫:০২ পিএম

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে মেডিকেল কলেজের দাবী

বর্তমান বাংলাদেশ


মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন ও বর্তমান ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা দূরীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 

 

২৪ মার্চ মঙ্গরবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের প্রাঙ্গনে এ মানববন্ধনের সভাপতেত্ব করেন সকল সামাজিক সংগঠনের পক্ষে  (সভাপতি) সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদ মৌলভীবাজার মো: মোয়াজ্জেম হোসেন মাতুক।
এ মানববন্ধন উপস্থিত ছিলেন শেখ বুরহান উদ্দিন সোসাইটির পক্ষে মুহিবুর রহমান মুহিব সভাপতি,ইসলামী যুব সংঘ চাঁদনী ঘাট এর পক্ষে মশিউরি রহমান বেলার আহবায়ক,একাটুনা ইউনিয়ন উন্নয়নের আমরা এর পক্ষে জুয়েল আহমদ সাধারণ সম্পাদক,প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষে শামীম আহমদ সাধারণ সম্পাদক, খ্রাস্ট ফর নলেজ মৌলানা বশির আহমদ সাধারন সম্পাদক সদন মৌলভীবাজার ইবহাব মুজাহিদ সভাপতি, মেডিকেল কলেজ চাই বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, মৌলভীবাজার সাধারন সম্পাদক মাওলানা মাহমুদুল হাছান প্রমুখ।
এছাড়াও জেলার সামাজিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দাবীগুলো হচ্ছে:
১. মৌলভীবাজার জেলায় ২৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালে দক্ষ চিকিৎসকসহ পর্যাপ্ত জনবল না থাকায় কাঙ্খিত সেবা প্রধানে বিঘ্ন ঘটে বিধায় শূন্য পদেদ্রুত জনবল পদায়ন করা যেমন সকল চিকিৎসক পদের সিনিয়র কনসালটেন্ট জনিয়র কনসাল্টেন্ট সহ অন্যান্য সকল জনবল মিট করা প্রয়োজন।
২. হাসপাতাল অভ্যন্তরে অস্থায়ী দোকান চোর দালাল সকেটমার মাদক সেবী অবৈধ সিএনজি স্ট্যান্ড ইত্যাদি অপসারণে আইনানুগ পদেক্ষেপ গ্রহণ করা।
৩. আই সি ইউ, সিসি ইউ চালু করনের প্রশিক্ষিত জনবলসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও যন্ত্রপাতি সরবরাহ করা একান্ত প্রয়োজন।"
৪. হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার করা আবশ্যক ।
৫. বহিরাগত এম্বুলেন্স চালকদের দৌরাত্ম্য প্রতিহত করা
৬. পৌরসভা কর্তৃক নিয়মিত হাসপাতালের ময়লা আবর্জনা অপসারণ যুক্ত যার জঙ্গল ড্রেনেজ ইত্যাদি পরিষ্কার করা ও দোকানপাট সিএনজি স্ট্যান্ড প্রত্যাহার
করা একান্ত প্রযোজন।
৭. নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ মৌলভীবাজার কর্তৃক নিয়মিত হাসপাতালের ইলেকট্রিক পানি সরবরাহ লিফট মেরামত, সংস্কার মেরামত, রং করন ড্রেন ও সেফটি ট্রাঙ্কি নির্মাণ ইত্যাদি কাজ করা আবশ্যক।


 

বর্তমান বাংলাদেশ

Link copied!