নীলফামারী জলঢাকা উপজেলার বগুলাগাড়িতে ভয়াবহ আগুনে আবু তালেবের বাড়ি পুড়ে গেছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল সাত টার দিকে বগুলা গাড়ি বার ঘড়ি পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে দুটি ঘর এবং ঘরের দুটি খাট, দুটি শোকেজ , ডেসিন ও আলমেরি, ঘরে টিন ও যাবতীয় আসবাবপত্র সহ প্রায় তিন লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। আগুনের সূত্রপাত ফ্রিজের লাইনের শর্ট সার্কিট থেকে হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাট টার দিকে আবু তালেবের বাড়ি ভেতর থেকে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আবু তালেবের বাড়ি পড়ে ছাই করে। খবর পেয়ে জলঢাকা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আবু তালেবের বাড়ির দুইটি ঘর আগুনে পুড়ে যায়। এতে তিন লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :