ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

অসহায় পথ শিশুদের সংগঠন আনন্দ পাঠশালার ষষ্ঠ বর্ষপূর্তি পালন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৭:২৩ পিএম

অসহায় পথ শিশুদের সংগঠন আনন্দ পাঠশালার ষষ্ঠ বর্ষপূর্তি পালন

ছবি-বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজারে বৈচিত্র্যময় আয়োজনে অসহায় পথ শিশুদের সংগঠন আনন্দ পাঠশালার ষষ্ঠ বর্ষপূর্তি পালন করা হয়েছে।


শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজন ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আনন্দ পাঠশালার ষষ্ঠ বর্ষপূর্তি ও পাঠশালা প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালাম তালুকদারের ২৮তম জন্মদিন পালন করা হয়।


মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল আলীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদ, সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী এড. মোশতাক আহমদ মম্, সাবেক পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক কবি সালেহ আহমদ (স‍‍`লিপক), সিনিয়র স্টাফ রিপোর্টার দুরুদ আহমেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মনির, শেখ বোরহান উদ্দিন ইসলামিক সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, মোহন ফাউন্ডেশনের চেয়ারম্যান যাদুশিল্পী ম্যাজিক মোহন প্রমুখ।


শুরুতে পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াত করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য কামরুল ইসলাম সোহান। অন্যতম সদস্য মেহবুবা জান্নাত তমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের বর্তমান পরিচালক শাহনাজ বেগম, পরিচালক জান্নাতুল ফেরদাউস উর্মি, শ্রীমঙ্গল শাখার সুমাইয়া সিমু, শাহ মোস্তফা কলেজ শাখার নিছা আক্তার সানিয়া, কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার মন্দিরা, তাহমিনা ম্যাডাম, চামেলী ম্যাডাম ও ক্ষুদে শিক্ষার্থী জায়িফ আহমেদ রিশা প্রমুখ।


অতিথিরা আনন্দ পাঠশালার শিক্ষক, শিক্ষার্থী, সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত সবারকে নিয়ে কেক কাটেন। পরে ম্যাজিক মোহন এর পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।    

বর্তমান বাংলাদেশ

Link copied!