ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা, ইউপি চেয়ারম্যান আটক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ১২:০০ পিএম

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা, ইউপি চেয়ারম্যান আটক

আটক: সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতসন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান জেসমিন কাজীকে আটক করেছে পুলিশ কথা জানিয়েছেন পুলিশ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

তিনি বলেন, ‘ফুয়াদ কাজী হত্যার ঘটনায় জড়িতসন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে আটক করা হয়েছে।’

মুরাদ আলী বলেন, ‘ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় জেসমিনকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে পারছি না।’

৭ জানুয়ারি রাতে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

এর আগে এই মামলায় স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের আদেশে তাঁরা কারাগারে আছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!