নওগাঁর রাণীনগরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা লিগ্যাল এইড কমিটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল প্রমুখ।
আপনার মতামত লিখুন :