ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

দিনাজপুরে তাঁতী দলের শীতবস্ত বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৬:১৯ পিএম

দিনাজপুরে  তাঁতী দলের শীতবস্ত বিতরণ

ছবি-বর্তমান বাংলাদেশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা তাঁতী দলের উদ্যোগে শীর্তার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও ৩১ দফার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৫ জানুয়ারী বিকেলে শহরের ইকবাল হাই স্কুল মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফার উপর আলোচনা সভা ও শীতার্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ন আহবায়ক ও দিনাজপুর জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান। 

জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় শীতবস্তু বিতরণ অনুষ্ঠানে পৌর তাতী দলের যুগ্ন আহবায়ক মোঃ মেহেদি হাসান শরীফ, সদস্য সচিব মোঃ আবুল হোসেন খোকন, জেলা তাঁতী দলের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, কোতোয়ালি তাঁতী দলের সভাপতি মোঃ বাবু, সহ-সভাপতি মিন্নাত খান, সাংগঠনিক সম্পাদক হেলাল সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক খান শাহিন, জেলা যুবদলের সাবেক সদস্য রবিন খানসহ তাঁতী দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!