ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

মানুষের সেবা করতে পদ পদবী লাগে না কম্বল বিতরণ অনুষ্ঠানে- মহসিন মিয়া মধু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০১:০৬ পিএম

মানুষের সেবা করতে পদ পদবী লাগে না  কম্বল বিতরণ অনুষ্ঠানে- মহসিন মিয়া মধু

ছবি-বর্তমান বাংলাদেশ।

বিএনপি নেতা মহসিন মিয়া মধু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলের প্রত্যেকটি নেতাকর্মীদের কাজ করতে হবে দেশ এবং মানুষের কল্যাণে। আর মানুষের জন্য কাজ করতে কোন পদ পদবী লাগে না, শুধু সদিচ্ছার প্রয়োজন।

তিনি বলেন, দেশ ও দেশের মানুষের জন্য মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে গেলে এমনিতেই দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। স্বার্থের জন্য নয়, সব সময় মানুষের দুঃখে সুখে তাদের পাশে থাকতে হবে নিঃস্বার্থভাবে। নিজেদের নিয়ে যেতে হবে মানুষের দোরগোড়ায়, তখন এমনিতেই দলের একজন কর্মী জনবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।

শুক্রবার  (২০ ডিসেম্বর) বেলা ১১টায় পৌরসভার ৮নং ওয়ার্ডে শ্রী শ্রী কালীবাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গলে উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হবে। কোন মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষ খুঁজে বের করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণের কাজ চলছে।

শীতবস্ত্র  বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর চয়ন রায়ের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানুষের হাতে কম্বল তুলে দেন সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জরিপ, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, বিএনপি নেতা এমদাদুল হক, টিটু দাস, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ প্রমুখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!