নওগাঁর রাণীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি।
শনিবার সকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার ত্রিমোহনী বাজারসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, বিএনপি নেতা মোখলেছুর রহমান বাবু, এমদাদুল হক, নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজ্জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ এ আলম, ফরহাদ আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, যুগ্ম আহ্বায়ক আশিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :