ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

আরিফুল ইসলাম, নাটোর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:৪৫ পিএম

‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

ছবি: বর্তমান বাংলাদেশ।

নাটোরের সিংড়ায় "অপারেশন ডেভিল হান্ট‍‍` অভিযানে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গোলাম মোস্তফা।

সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ ও ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!