ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:২৯ পিএম

লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

ছবি-বর্তমান বাংলাদেশ।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইদ্রিস আলী (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 
ইদ্রিস আলী মধ্য গড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে সে গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী।পুলিশ স্থানীয়রা জানায়, ইদ্রিস আলী নিজ বাড়ির বিদুৎ লাইন থেকে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। 
হাতিবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে থানা থেকে মামুন নামে এক এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

বর্তমান বাংলাদেশ

Link copied!