নরসিংদী জেলার মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নে চৈতাব গ্রামে মাস্টার সিমেক্স পেপার লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে অবৈধ মজুদ করা কাগজ জব্দ করেন, নরসিংদী জেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শুক্রবার রাতে অবৈধ কাগজ মজুদ করা হচ্ছে এমন খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়, সেই কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ কাগজ জব্দ করেন তারা।
এ বিষয় পেপার মিলের ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, আমাদের সকল কাগজ বৈধ আছে, আমরা একটি প্রতিষ্ঠানের অর্ডার পেয়ে এখানে বইয়ের মোড়ক ছাপানোর কাজ করছি। আমাদের অবৈধ কোন কাজ করা হচ্ছে।
গতকাল সোমবার নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ও পুলিশ সুপার মো.আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা সুলতানা নাসরিন সহ সংশ্লিষ্টরা মিলে পুনরায় তদন্তে আসেন। তবে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেননি প্রশাসনের কোন কর্মকর্তা।
অভিযানের বিষয় জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, এই মিলে অবৈধ্য কাগজ মজুদের ফলে মিলটিতে পুলিশের পাহাড়া বসানো হয়েছে।
তিনি আরও বলেন, বই যেনো যথা সময়ে আসতে পারে বাজারে, কোন ব্যবসায়ি যেন কাগজ স্টক করে না রাখতে পারেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে। এখানে কাগজ স্টক রয়েছে। তদন্তে এ বিষয় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :