ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আনসার -ভিডিপির জেলা সমাবেশ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:০৪ পিএম

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আনসার -ভিডিপির জেলা সমাবেশ

ছবি-বর্তমান বাংলাদেশ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে  মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)  মাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৌলভীবাজার বুলবুল আহমেদ  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ,সিলেট এর উপমহাপরিচালক, মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা) জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি উপ-পরিচালক এনএসআই মোঃ শাহ নেওয়াজ হোসেন, সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভিডিপির সদস্যগণ।


জেলা আনসার ভিডিপি  কার্যালয়ে প্রধান অতিথিকে গার্ড সালাম প্রদানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। প্রধান অতিথির বৃক্ষরোপণ,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়।


উপমহাপরিচালক গতানুগতিক চাকরির পেছনে না ছুটে আনসার ভিডিপির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।


সবশেষে ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদকের অপব্যবহার প্রভৃতি রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও ভাতা বিতরণে মধ্য দিয়ে জেলা সমাবেশের কার্যক্রম শেষ হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!