ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

নাটোরে যৌথ অভিযানে গাঁজাসহ মুক্তা আটক

আরিফুল ইসলাম, নাটোর

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৩:১৯ পিএম

নাটোরে যৌথ অভিযানে গাঁজাসহ মুক্তা আটক

ছবি-বর্তমান বাংলাদেশ।

নাটোরের নলডাঙ্গায় সেনাবাহিনী ও নলডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মুক্তা আহম্মেদ(৪৫)কে গ্রেফতার করা হয়েছে।
 

মঙ্গরবার(৩১ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
 

জানা যায়, নাটোরের নলডাঙ্গার পশ্চিম মাধনগর কাজিপাড়ার মোঃ মজিবর রহমানের ছেলে মুক্তা। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ইতিপূর্বে সে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পরে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার পিএসআই মোঃ বেল্লাল হোসাইন সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর টিমসহ নলডাঙ্গার পশ্চিম মাধনগর মুক্তার বাড়ীতে তল্লাশি করে এক কেজি গাঁজাসহ মুক্তাকে গ্রেফতার করা হয়।


নলডাঙ্গা থানার ওসি(তদন্ত) মনোয়ার জাহান বলেন,  গ্রেফতারকৃত আসামীককে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!