ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

রাণীনগরে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের পথচলা শুরু

মামুনুর রশিদ, রাণীনগর

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৮:০৪ পিএম

রাণীনগরে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের পথচলা শুরু

ছবি-বর্তমান বাংলাদেশ।

নওগাঁর রাণীনগরে পথচলা শুরু করেছে ‍‍‍‌‌‌‌“দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার”। শিশু থেকে শুরু করে কিশোর, যুবক, বৃদ্ধ ও নারীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চায় এই পাঠাগারটি। জ্ঞানের চর্চা ও বিকাশের ক্ষেত্রে পাঠাগার প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকালে উপজেলা সদরের দাউদপুর-বেলবাড়ি একতা সংঘের উদ্যোগে “দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার” উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে পাঠাগার উদ্বোধন করেন দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ।

উদ্বোধন শেষে দাউদপুর-বেলবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঠাগার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক বায়েজিদ হোসেন অনিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রুয়েটের সহকারী অধ্যাপক সজল আহম্মেদ, পাওয়ার গ্রীড বাংলাদেশ নওগাঁর উপ-সহকারী প্রকৌশলী সুলতান বায়েজিদ তুলিপ, অধ্যক্ষ হারুনুর রশিদ, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, পাঠাগারের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিতুল প্রমুখ। এ সময় দাউদপুর বেলবাড়ি গ্রামসহ আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠাগারটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ৫০০টি বিভিন্ন বই দিয়ে এই পাঠাগার পথচলা শুরু করলো। দাউদপুর বেলবাড়ি গ্রামসহ আশেপাশের এলাকার শিশু থেকে শুরু করে কিশোর, যুবক, বৃদ্ধ ও নারীরা এই পাঠাগারে এসে বিনামূল্যে বিভিন্ন বই নিয়ে জ্ঞান চর্চা করতে পারবেন। এতে করে এলাকার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে। আমরা চাই প্রতিদিনই এলাকার মানুষ এই পাঠাগারে এসে জ্ঞান অর্জন করুক। পর্যায়ক্রমে এই পাঠাগারে আরও নতুন নতুন বই যুুক্ত করা হবে। তিনি আরও বলেন, সামাজিক অপরাধ ও এলাকাকে মাদকমুক্ত করতে এই পাঠাগারটি অগ্রনী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

বর্তমান বাংলাদেশ

Link copied!