বাংলাদেশ কারাতে ফেডারেশনের ড্যান পরীক্ষায় উত্তীণ, মৌলভীবাজারে পাঁচ প্রশিক্ষনার্থীকে সংবর্ধনা এবং বেল্ট (কিউ) পরীক্ষায় উর্ত্তীণ চারজনকে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
শনিবার (১ মার্চ) বিকেল চারটায় সাইফুর রহমান ষ্টেডিয়ামের হল রুমে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেয়া হয়। একই সাথে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কারাতে খেলায় স্বর্ণ ও রৌপপদক প্রাপ্ত দু’জনকে সংবর্ধনা দেয়। সংবর্ধিতরা হলেন, স্বর্ণ জয়ী বকসী তাইয়্যেব উজ্জামান তারিফ এবং রৌপ জয়ী সৈয়দ আলী হোসাইন ফিদা।
মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের প্রশিক্ষনার্থীদের ড্যান পরীক্ষায় উর্ত্তীণ হওয়ায় এ সংর্বধনা প্রদান।
গত বছরের ৪ মে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ড্যান পরীক্ষায় মৌলভীবাজার জেলা কারাতে টিমের ৫জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। তারা সাফল্যের সহিত উর্ত্তীণ হয়। তাদেরকে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও চার জনকে বিভিন্ন ধাপে বেল্ট ও সার্টিফিকেট দেয়া হয়।
ড্যান পরীক্ষায় ১ম ড্যান সৈয়দ আলী আকবর ফাইজ, সৈয়দ আলী হোসাইন ফিদা, ২য় ড্যান বকসী তাইয়্যেব উজ্জামান তারিফ, মো: আল নূর হোসেন সিজান ও মো: আবু ছাদেক অংশ নেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় অ্যাম্পায়ার্স এন্ড স্কোয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুব ইজদানী ইমরান, মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ তনজু খান, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সারোয়ার মজুমদার ইমন, মৌলভীবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল মজিদ, মৌলভীবাজার জেলা কারাতে কোচ মো: ইমরান প্রমূখ।
এদিকে, বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন (কিউকাই) হবিগঞ্জ’র আয়োজনে ও বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশনের (কিউকাই) এর সহযোগিতায় সোতোকান কারাতে প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের টেনিস মাঠে অনুষ্টিত হয়। মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার হয়ে উক্ত প্রতিযোগিতায় একক কাতা ও কুমিতে ৫৫ কেজি ওজন শ্রেনীতে সৈয়দ আলী হোসাইন ফিদা উভয় ইভেন্টে রৌপ্য পদক এবং সিনিয়র একক কাতা ও কুমিতে ৭০ কেজি ওজন শ্রেনীতে বকসী তাইয়্যেব উজ্জামান তারিফ উভয় ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করে।
প্রতিযোগীতায় অতিথি ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) অমিত চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, কিউকাই’র কোষাধ্যক্ষ মোঃ আফজাল ইসলাম প্রমূখ।
আপনার মতামত লিখুন :