বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেছেন জামায়াত-বিএনপির যাতে কোনো ধরনের নাশকতা অরাজকতা করতে না পারে আপনারা মাঠে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সবাইকে মাঠে থেকে সংমিলিত ভাবে জামাত-বিএনপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৩ আগস্ট) দুপুরে জামাত- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার সান্তাহারে আওয়ামী লীগের প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
সম্প্রতি ছাত্রদের কোটা আন্দোলনকে ঘিরে জামায়াত বিএনপির আগুন সন্ত্রাস, হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সান্তাহার দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।
সভায় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এরশাদুল হক টুলু, কাউন্সিলর হুমায়ুন কবির বাদশা, কোষাধক্ষ্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সান্তাহার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারী, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, আওয়ামী লীগ নেতা মনোয়ার জাহিদ রোকন, আব্দুর রাজ্জাক, সোহেল, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, রুহুল আমীন ঢালী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান সজল, মুন্না, জয়, প্রমূখ। সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :