ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

পলাশে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৭:০৭ পিএম

পলাশে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ছবি-বর্তমান বাংলাদেশ।

মহান বিজয় দিবসে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রায় ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম এ সংবর্ধনা দেয়া হয়।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাওসার আলম সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল আহমেদ ও পবিত্র দত্ত প্রমূখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!