ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথি সারজিস আলম

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০১:৫৩ এএম

চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথি সারজিস আলম

ছবি-বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে আগামীকাল রবিবার চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। 

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বিশেষ অতিথির বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী। 


সভায় চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জীবনমানের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।


আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করা এবং ন্যায্য মজুরির দাবিতে এ চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!