জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেছেন, গত ১৫ বছরে কৃষিকে বারোটা বাজাইছে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। অথচ এই কৃষিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর লাভবান পেশা হিসেবে গড়ে তুলেছিলন। তিনি কৃষিকে প্রাধান্য দিতেন। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের সন্মান করতেন, তাদের ভালোবাসতেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজিহাট বাজারে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বাবুল বলেন, এদেশ কৃষকের, এদেশ কৃষকের দাঁড়ায় পরিচালিত হয়ে থাকে এবং আগামীতে কৃষকের দাঁড়ায় পরিচালিত হবে।
কেন্দ্রীয় এই নেতা এলাকার জনগণ ও কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, জিয়া পরিবারের হাত যদি আমার মাথায় থাকে আর আপনাদের ভালোবাসা যদি আমার প্রতি থাকে তাহলে আমি ধানের শিষ নিয়ে আপনাদের সামনে আসবো। আর আমি যদি কখনও এলাকার ক্ষমতা পাই, তাহলে কোন কৃষকের শস্য বিক্রি করতে কোন খাজনা দিতে হবেনা। গোডাউনে কোন শস্য দিতে কোন ধর্ণা ধরতে হবে না।
তিনি দুর্নীতিবাজ ও মাস্তান নামধারী নেতাকর্মীদের উদ্দেশ্য করে হুশিয়ারী দিয়ে বলেন, কাউকে যদি দেখি সংখ্যালঘুদের সাথে খাবাপ কেউ খারাপ ব্যবহার করছে, কেউ যদি দখল বাণিজ্য করে, দুর্ণীতি করে কাউকে ছেড়ে কথা বলবো না। মা বোনদের উদ্দেশ্য তিনি বলেন একটা মা দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তার সন্তানকে ভালো মানুষ করতে অনেক পরিশ্রম করতে হয়। তাই আপনারা আমার প্রতি দোয়া রাখবেন।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রাইগাঁ ইউনিয়ন কৃষকদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
এতে রাইগাঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি সানোয়ার হোসেন মানিক, থানা কৃষকদলের ছাত্র বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, রাইগাঁ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ফজলে হুদা বাবুল।
আপনার মতামত লিখুন :