ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

আদমদীঘিতে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১২:৪৬ এএম

আদমদীঘিতে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা

ছবি-বর্তমান বাংলাদেশ।

বগুড়ার আদমদীঘিতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এএসিওদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। 

এসময় তিনি গ্রাম আদালতের সার্বিক বিষয়সহ গ্রাম আদালতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। সভায় উপজেলা সমন্বয়কারী নাজনীন আক্তার নীনা সহ ৬টি ইউনিয়নের হিসাব সহকারী ও টেকনিশিয়ান উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!