ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

নলডাঙ্গায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৩৪ পিএম

নলডাঙ্গায়  তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

ছবি: বর্তমান বাংলাদেশ।

নাটোরে নলডাঙ্গায়  ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরূমে এ কর্মশালা হয়। কর্মশালায় উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার দল অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম কর্মশালার শুভ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও ) মোঃ হাসিবুল হাসান উপজেলা একাডেমি সুপারভাইজার আবদুল্লাহ আনসারী, এটিও মজিবুর রহমান প্রমুখ।
কর্মশালায় মাধনগর ইউনিয়নের দল চ্যাম্পিয়ন হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!