ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ নবীন বরন ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার থেকে শুরু হয়ে আজ সোমবার (১৮,১৯,২০ জানুয়ারি) তিন দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন থানার ওসি মং চেনলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু: আনোয়ার আজীম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আকন, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম লিটন সিকদার।
বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধ, পল্লীগীতি, রবিন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গাণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :