মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের ৯টি ইউনিয়ন ও ৮১ টি ওর্য়াড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) হবিগঞ্জ রোডস্থ মনাই উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মো:মহি উদ্দিন জারুর সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি`র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি`র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর (হাজী মুজিব)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি`র আহবায়ক কমিটির সদস্য মো:দরুদ আহমদ মাষ্টার,শ্রীমঙ্গল উপজেলা বিএনপি`র সাবেক সভাপতি মো:নুরুল আলম সিদ্দিক, শ্রীমঙ্গল উপজেলার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো:তাজ উদ্দিন (তাজু), শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আ:মুহিত কদরসহ শ্রীমঙ্গল উপজেলা যুবদলের ৯টি ইউনিয়নের সভাপতি/সম্পাদক ও ৮১ টি ওর্য়াডের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :