ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৮:২০ পিএম

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছবি-বর্তমান বাংলাদেশ।

বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার বাদ যোহর সান্তাহার ওয়ার্কশপ মসজিদ ও বাদ আসর উপজেলা মডেল মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহাফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সনি, সিনিয়র সহ-সভাপতি সোয়াইব হোসেন শিমুল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, ছাত্রদল নেতা মহান, সোহাগ ঐক্য, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের নেতা মাহবুব, বিপ্লব, রবিউল প্রমুখ। দোয়া শেষে সাধারন মুসল্লীদের মাঝে খাবার বিতরন করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!