ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

লালমনিরহাটের শ্রেষ্ঠ ওসি হলেন সেলিম মালিক

নুরুল ফেরদৌস, লালমনিরহাট

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ১১:৫৮ পিএম

লালমনিরহাটের শ্রেষ্ঠ ওসি হলেন সেলিম মালিক

ছবি-বর্তমান বাংলাদেশ।

মাসিক সার্বিক কর্ম মূল্যায়নে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  সেলিম মালিক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা,ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধারে অভিযান, ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতারে মাসিক সার্বিক কর্ম মূল্যায়নে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ ওসি হলে নির্বাচিত হয়েছেন তিনি। 


বুধবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে জেলা অপরাধ বিষয়ক আলোচনা সভায় পুলিশ সুপার তরিকুল ইসলাম তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।


ওসি সেলিম মালিক গত বছরের ২২ নভেম্বর কালীগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি কালিগঞ্জ থানায় মাদক জুয়াসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ গ্রহন করেন। তারই ধারাবাহিকতায় গত ডিসেম্বর মাসে  ১১ শত বোতল ফেন্সিডিল সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেন।


এ ব্যাপারে ওসি সেলিম মালিক জানান, পুলিশ জনগনের সেবক, আমরা মহান সেবার ব্রত নিয়ে পুলিশে যোগদান করেছি। সেই শপথ থেকে জনগনের জানমাল নিরাপত্তায় কাজ করছি, মাদক যুব সমাজকে ধ্বংষের দিকে ঠেলে দিচ্ছে,জেলার মান্যবর পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় কালীগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আজ কাজের স্বীকৃতি পেয়ে আমি অনেক আনন্দিত।  ভবিষ্যতে শ্রেষ্ঠত্ব অর্জনে কাজ করতে অনুপ্রাণিত হয়েছি।

বর্তমান বাংলাদেশ

Link copied!