শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।
এর আগে গতকাল ১৯ জানুয়ারি রোববার সন্ধ্যায় শেরপুর শহর থেকে মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। বাবু নকলা উপজেলার বাদাগৈড় এলাকার মৃত আজগর আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতার পাশাপাশি সাংবাদিকতার সাথেও জড়িত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে চালানো গুলিতে নিহত হন শিক্ষার্থী সবুজ। আর ছাত্রদের মিছিলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল বহরে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়িচাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব ও সৌরভ।
এসকল ঘটনায় দায়ের করা ৩ মামলাসহ মোট ৪টি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রোববার সন্ধ্যায় শেরপুর শহর থেকে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরে আজ সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার কয়েকটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মোশারফ হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :