নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দিলীপ কুমার রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
রোববার রাতে মামলাটি করেন, নিহত নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায়ের স্ত্রী নিভা রাণী সাহা।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে যে কোন সময়ে দুর্বৃত্তরা দিলীপ কুমার রায়কে বড়বাজারের নিজের বাসায় হত্যা করে ফেলে রেখে যায়। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যাওয়ার পর থেকে বাসায় একাই ছিলেন দিলীপ কুমার রায়। শুক্রবার সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় বাসার ভিতরে ঢুকে দিলীপ রায়ের লাশ পড়ে থাকতে দেখেন। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, এখনও এই হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সব দিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে।
এদিকে জেলা পুলিশ ব্যূরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :