ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ১২:৪৯ এএম

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল

ছবি-বর্তমান বাংলাদেশ।

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে পাল্টা প্রতিবাদ মিছিল করেছে বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির প্রতিবাদ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।  

মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপি নেতা আব্দুল বারী ড্যানী বলেন, ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে।  দলীয় মুখোশ পাল্টে ছাত্রদলের ছদ্মবেশ ধারণ করে যেন কোন অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করতে নেতা কর্মীদের আহ্বান জানান তিনি।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক কৌশিক রায় ও সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরী বাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বর্তমান বাংলাদেশ

Link copied!