ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত-২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:৪৯ পিএম

শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত-২

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের কাওরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন শফিকুল ইসলাম (৪৫)। অপরজনের পরিচয় জানাতে পারেন পুলিশ।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ওভারটেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

বর্তমান বাংলাদেশ

Link copied!