ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

বৈষম্য বিহীন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংবাদপত্র: পুলিশ সুপার

নুরুল ফেরদৌস, লালমনিরহাট

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৬:১৫ পিএম

বৈষম্য বিহীন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংবাদপত্র: পুলিশ সুপার

ছবি-বর্তমান বাংলাদেশ।

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেছেন, সাংবাদিককে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা দেখতে পাইনি। ২০২৪ এ দ্বিতীয় স্বাধীনতা দেখলাম। আমাদের এই কাঙ্খিত স্বাধীনতার জন্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুলিশের একটি ছোড়া বুলেট সরকার পতন করতে পারে। তার বাস্তব উদাহরণ ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান। সাংবাদিকদের পজেটিভ লিখনীর মাধ্যেমে ভালো কিছু করা সম্ভব।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে র‍্যালি, কেককাটা শেষে স্মৃতি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, সংবাদপত্র তৈরির কারিগর সাংবাদিকরা।  সকাল বেলা একজন মানুষ চা খেতে গেলে যে চিত্র ফুটে উঠে তা হচ্ছে একজন পাঠক সংবাদপত্র পড়ছে। আমাদের সমাজের নানা অসঙ্গতির চিত্র উঠে আসে সংবাদ পত্রের মাধ্যমে। আমরা ভালো সংবাদ দেখে উৎসাহিত হই। কাজ করার অনুপ্রেরণা পাই। বৈষম্য বিহীন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংবাদপত্র। পুলিশ সুপার বলেন, সকলের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে। একজন মাদক ব্যবসায়ীকে ভালো পথে ফেরানোর জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। সবাইমিলে তার দৃষ্টিভঙ্গী পরিবর্তন করাতে পারলে ভূল পথ থেকে ফেরানো সম্ভব। আলোকিত লালমনিরহাট পুলিশের একার পক্ষে গড়া সম্ভব না। আলোকিত লালমনিরহাট গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি লালমনিরহাট বাসী স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে। পুলিশের একার পক্ষে মাদক নির্মুল করা সম্ভব নয়। সকলে সচেষ্ট ভূমিকা রাখতে হবে। একটি সুন্দর দেশ গঠনে ভাতৃত্ববোধ বজায় রাখতে হবে। 

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সরোয়ার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা, কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন, উপজেলক বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা, কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবদুল আলিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম প্রমূখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!