ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

নরসিংদীর মাধবদী থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

আল আমিন মুন্সী, নরসিংদী

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১২:৪৩ এএম

নরসিংদীর মাধবদী থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

ছবি-বর্তমান বাংলাদেশ।

নরসিংদী জেলার মাধবদী থানা থেকে সোমবার সন্ধায় আসামী ছিনিয়ে নেওয়ার জন্য একদল দূর্বৃত্তকারীরা দেশীয় অস্ত্র নিয়ে থানায় হামলা চালায়। এ সময় থানার গ্লাস ইটপাটকেল মেরে ভেঙে ফেলে। 

গতকাল মঙ্গলবার হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হামলাকারীদের মধ্যে থেকে  সাতজনকে গ্রেপ্তার করেন। 

এ বিষয় নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান বলেন, সোমবার যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। 

তিনি বলেন, ডাকাতি মামলায় ৪জনকে গ্রেপ্তার করেন মাধবদী থানা পুলিশ, মুলত তাদের কে ছিনিয়ে নেওয়ার জন্য এই হামলা চালানো হয়। আমরা সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যাদের কে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

তিনি আরও বলেন, যারা হামলা চালিয়েছে মাধবদী থানায়, তারা যতো বড় হোক না কেনো কেউ ছাড় পাবে না।

বর্তমান বাংলাদেশ

Link copied!