ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

নীলফামারীতে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম, নীলফামারী

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০২:১৪ পিএম

নীলফামারীতে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি-বর্তমান বাংলাদেশ।

নীলফামারীর সৈয়দপুরে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সৈয়দপুর ইকো হ্যারিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন এর সভাপতিত্বে  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের   সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট  মাহমুদ রাফিন, সহ সভাপতি ও সাপ্তাহিক মানব সমস্যার বার্তা সম্পাদক শাহজাহান আলী মনন, সাধারণ সম্পাদক ও ডেইলি মেসেঞ্জারের নীলফামারী প্রতিনিধি রিপন ইসলাম শেখ, কোষাধ্যক্ষ ও ইন্ডিপেনডেন্ট টিভির নীলফামারী প্রতিনিধি আরেফিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ও নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি রাশেদুল ইসলাম আপেল, এবং সদস্য নয়া দিগন্তের সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।

ফুলেল শুভেচ্ছা শেষে নীলফামারীর সাংবাদিক নেতারা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং রংপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। সভায় সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা হয়।

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাঁদের সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান। এই অভ্যর্থনায় নেতৃত্ব দেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন।

বর্তমান বাংলাদেশ

Link copied!