ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

নোয়াখালীতে অপহরণের পর মুক্তিপণ দাবি,যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৩:৪৭ পিএম

নোয়াখালীতে অপহরণের পর মুক্তিপণ দাবি,যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার ২

ছবি-বর্তমান বাংলাদেশ।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুক্তিপণ দাবির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভবানী জীবনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাজমুল ইসলাম রাসেল (২৬) ও একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তালিবপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ বাবুল (২৫)।


সূত্রে জানা যায়,সেনাবাহিনীর নোয়াখালীর সদস্যরা স্থানীয় সূত্র থেকে একটি তথ্য পায় যে তালিকাভুক্ত শীর্ষ অপরাধী নাজমুল ইসলাম রাসেল এবং তার সহযোগীরা একজন  ব্যক্তিকে অপহরণ করে তার মুক্তিপণের জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করছে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে নাজমুল ইসলাম রাসেল ও নুর মোহাম্মদ বাবুলকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন,  একটি শটগান, ৪ রাউন্ড শটগানের গুলি, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তলের কাভার, একটি পুলিশের বিপি জ্যাকেট এবং একটি শটগানের পিস্টন কাভার জব্দ করা হয়।  


নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল। তাদের আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তারপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!