ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মানুষের জন্য ভালো কিছু করতে চাই-নবাগত ইউএনও রেদুয়ানুল

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ১২:৪৩ এএম

মানুষের জন্য ভালো কিছু করতে চাই-নবাগত ইউএনও রেদুয়ানুল

ছবি-বর্তমান বাংলাদেশ।

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমের সাথে সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা ও সুধীজনের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম বলেন, সরকারী নিয়ম-নীতি ও আইনের মধ্যে নলডাঙ্গা উপজেলার মানুষের জন্য ভালো কিছু করতে চাই।এ জন্য সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।


সোমবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ হল রুমে নবাগত নলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা মোঃ আশিকুর রহমান,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )মোস্তাফিজুর রহমান, বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জামাতের আমীর আব্দুর রফ মৃধা,নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক রানা আহমেদ প্রমুখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!