লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) দুপুরে উপজেলার তুষভাণ্ডার বাজারের আল জব্বারবাগ মার্কেটের দ্বিতীয় তলায় এ শাখা উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান জনাব একেএম শফিয়ার রহমান।
জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, লালমনিরহাট শাখার অধীনে পরিচালিত হবে এই উপশাখাটি।
প্রধান অতিথি বক্তব্যে একেএম শফিয়ার রহমান বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে দেশের ব্যাংকিং খাতের সব সূচকে শীর্ষস্থানে অবস্থান করছে। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের আস্থার ব্যাংক হিসেবে সর্বোচ্চ আমানত-বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে এ ব্যাংক। ব্যাংকের সেলফিনসহ অন্যান্য ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গঠনে এ ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেন, এ ব্যাংক গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩৪ হাজার গ্রামে ১৭ লাখ গ্রাহকের মধ্যে বিনিয়োগ প্রদান করেছে যার মধ্যে প্রায় ৯২ শতাংশই নারী। এ ব্যাংকের বিনিয়োগকৃত বৃহৎ ও ক্ষুদ্র শিল্প, এসএমই ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে ১ কোটির বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
লালমনিরহাট এফএডিপি শাখা প্রধান হুমায়ূন কবিরের সভাপতিত্বে ইসলামী ব্যাংক পিএলসি রংপুর জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাসির উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, লালমনিরহাটে জেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক ফিরোজ হায়দার লাভলু, বীর মুক্তিযোদ্ধা মোহসীন ইসলাম টুলু, তুষভান্ডার মহিলা কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শরিফুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল হাকিম, আবু তালেব মিলুসহ প্রমুখ।এ সময় বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :