ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

মৌলভীবাজারে ন্যাশনাল টি কোম্পানির পরিচালক হলেন মহসিন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৭:১০ পিএম

মৌলভীবাজারে ন্যাশনাল টি কোম্পানির পরিচালক হলেন মহসিন

ছবি-বর্তমান বাংলাদেশ।

শ্রীমঙ্গল পৌরসভার চার বারের সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া মধু রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।


শুক্রবার  দুপুরে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন মিয়া মধু।


তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আমার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৬৭৯তম বোর্ড সভার প্রস্তাব এবং তা অনুমোদন করে অদ্য ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রেরিত সম্মতিপত্রের প্রেক্ষিতে আপনাকে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।


ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্তির আনন্দে শুক্রবার দিনব্যাপী বিএনপি, লেমন গ্রুপসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ মো. মহসিন মিয়া মধুকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।এসব শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জহির উদ্দিন প্রমুখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!