ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য: শ্রীমঙ্গলে মূখ্য সচিব

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ১০:১৭ পিএম

শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য: শ্রীমঙ্গলে মূখ্য সচিব

ছবি-বর্তমান বাংলাদেশ।

প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য, যেখানে টি ট্যুরিজম, ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, ব্যক ওয়াটার ট্যুরিজম, এথনো ট্যুরিজমসহ বিভিন্ন  ধরণের পর্যটন বিকাশের সুযোগ রয়েছে। বাংলাদেশে আগত ইন বাউন্ড ট্যুরিস্টদের একটি উল্লেখযোগ্য অংশ প্রতি বছর শ্রীমঙ্গল এবং সংলগ্ন এলাকায় ভ্রমণ করে থাকেন। হারমোনি ফেস্টিভ্যাল এ অঞ্চলে বিদ্যমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্য, সংস্কৃতি, জীবনাচারের টেকসই রুপদান, ট্যুরিস্টদের অনন্য অভিজ্ঞতা প্রদান এবং সর্বোপরি বাংলাদেশের নতুন ট্যুরিজম প্রডাক্ট উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। 


১০ জানুয়ারী শুক্রবার বিকেলে জেলার শ্রীমঙ্গলে তিনদিনব্যাপী ২৬টি জনগোষ্ঠীকে নিয়ে হারমোনি ফেস্টিভ্যাল এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


দেশের পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড’র উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চায়ের রাজধানী ও পর্যটন নগরী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ নামে জমকালো এক উৎসব। শুক্রবার বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) আবু তাহের মুহাম্মদ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদর্শন কুমার রায়।


অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনসহ জেলা ও উপজেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  


বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটন শিল্পের প্রচার ও বিপণনের লক্ষ্যে বছরব্যাপী অঞ্চলভিত্তিক বিভিন্ন উৎসব ও মেলা আয়োজনের সরকারি উদ্যোগের অন্যতম একটি উদ্যোগ দহারমোনি ফেস্টিভ্যালদ ২০২৫। এ উদ্যোগের আওতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে শ্রীমঙ্গলে শুরু হওয়া মেলা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চলবে।


এদিকে, তিনদিনব্যাপী ফেস্টিভ্যালে ৪৫টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে মণিপুরী, খাসিয়া, গারো, ভূমিজ, ত্রিপুরাসহ ২৬টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার, সংস্কৃতি, ঐতিহ্যসহ উৎপাদিত বিভিন্ন পণ্য স্থান পেয়েছে।


তাছাড়া, সন্ধ্যার আগত অতিথিবৃন্দের সম্মানে রাঁধারমনের গানে ধামাইল নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। পাশাপাশি গারো ও খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও পরিবেশন করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এই ফেস্টিভ্যালের আয়োজন করে।

বর্তমান বাংলাদেশ

Link copied!