ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সমাজব্যবস্থা ইসলামীক না হওয়ায় শ্রমিক অঙ্গন ক্ষতিগ্রস্ত : আব্দুস সাত্তার

রাশেদুল ইসলাম, নীলফামারী

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৯:০২ পিএম

সমাজব্যবস্থা ইসলামীক না হওয়ায় শ্রমিক অঙ্গন ক্ষতিগ্রস্ত : আব্দুস সাত্তার

ছবি-বর্তমান বাংলাদেশ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, আমাদের সমাজব্যবস্থা ইসলামীক না হওয়ায় শ্রমিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই যেখানে শ্রমিকের অংশগ্রহণ নেই। কল্যাণকর রাষ্ট্র গঠনে শ্রমিকেরা অগ্রগামী ভূমিকা পালন করেছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে বিগত সরকারের উপর শ্রমিকদের উপর যে জুলুম নির্যাতন করেছে তার সুষ্ঠু বিচারের দাবী জানান। সেই সাথে পিলখানার ঘটনায় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ জন দেশপ্রেমিক কর্মকর্তাকে হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াই টায় বনওয়ারী মোড় সংলগ্ন জুট মিল মাঠে ডোমার উপজেলা শাখা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলার উপদেষ্টা মাওলানা রবিউল আলম, মাওলানা আব্দুল হাকিম প্রমূখ।

সম্মেলনে জেলা-উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন নেতৃবৃন্দ এর সর্বসম্মতিক্রমে মোঃ সোহেল রানা কে সভাপতি ও সুমন ইসলাম কে সাধারণ সম্পাদক এবং মুজিবুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছর মেয়াদি ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!