ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সাবেক ১৪ এমপি-মন্ত্রীর লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৬:০৬ পিএম

সাবেক ১৪ এমপি-মন্ত্রীর লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি

ছবি- সংগৃহীত।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য থাকা এমন ১৪ জনের লেনদেনের তথ্য চেয়েছে দুদক।

বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কে চিঠি দিয়েছে দুদক।

যেখানে উল্লেখ করা হয়েছে সাবেক ১৪ মন্ত্রী-এমপির নাম। তাদের ব্যাংক হিসাব এবং লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলবের তালিকায় রয়েছে ৮ জন মন্ত্রীও।

দুদকের লেন-দেনের তথ্য চাওয়া তালিকায় রয়েছে যেসব মন্ত্রী- জাহিদ মালেক, ডা. দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, কামাল আহমেদ মজুমদার, ছলিম উদ্দিন তরফদার, মামুনুর রশিদ কিরন, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিম উদ্দিন আহমেদ, নুর-ই আলম চৌধুরী, শাহজাহান খান, কামরুল ইসলাম ও জিয়াউর রহমান।   

তালিকায় থাকা অভিযুক্ত সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে দুদকের তদন্ত শাখা-২ থেকে অনুসন্ধান পরিচালনা করবেন বলেও জানানো হয়েছে।  

 

বর্তমান বাংলাদেশ

Link copied!