ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

পুলিশের জালে ভুয়া পুলিশ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৮:৪৬ পিএম

পুলিশের জালে ভুয়া পুলিশ গ্রেপ্তার

ছবি- বর্তমান বাংলাদেশ।

কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করার সময় একজনকে সন্দেহ করে ঢাকা রেলওয়ে পুলিশ। পরে তাকে জিজ্ঞেসা করা হলে তিনি নিজেকে নৌ পুলিশ সদস্য পরিচয় দেন। পরে যাচাই-বাচাই করে জানা যায় তিনি পুলিশের ভুয়া নায়েক পরিচয় দিয়েছেন।   

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে ছেড়ে যাওয়া সময় ট্রেনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. ফরহাদ হোসেন শুভ (২০)।

তিনি বলেন, নারায়ণগঞ্জে পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সে তার র‌্যাংক ব্যাজ, বিপি নাম্বারসহ কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই। 

জিঞ্জাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি পুলিশের ইউনিফর্ম পরে বিভিন্ন ট্রেনে ঘুরে প্রতারনা করতো ও প্রভাব বিস্তারের চেষ্টা করতো। তিনি পুলিশের ভুয়া পরিচিতি নাম্বার ব্যবহার করে পলওয়েল মার্কেট থেকে উক্ত   ইউনিফর্ম সংগ্রহ করেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়। ঢাকা রেলওয়ে থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

বর্তমান বাংলাদেশ

Link copied!