ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

হোটেল শ্রমিককে ট্রাকের চাকায় পিষে মারলেন চালক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৪:৪৩ পিএম

হোটেল শ্রমিককে ট্রাকের চাকায় পিষে মারলেন চালক

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ঘাতক ট্রাককে ধরতে গিয়ে সেই ট্রাকের চাকাতে ছবেদ আলী (৪৫) নামের এক শ্রমিকে পিষে মারা অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টাটকপুর পুলিশ বক্স সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছবেদ আলী পৌর শহরের টাটকপুর মহল্লার মৃত সমশের আলীর ছেলে এবং পেশায় একজন খাবার হোটেলে শ্রমিক।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন এক ব্যক্তি। পাশ থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ট্রাকটিকে ধরতে ছবেদ আলী ট্রাকের ক্যাবিনে ওঠেন। কিছু দূর গিয়ে ট্রাকের চালক তাকে ট্রাক থেকে নামিয়ে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 বিষয়টি নিশ্চিত করেছেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক। তিনি জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকটিকে আটকের চেষ্টা অব্যাহত আছে। পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!