ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

রাজধানীতে মোটরসাইকেল চুরি, উদ্ধার হলো নাটোরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৮:০৬ পিএম

রাজধানীতে মোটরসাইকেল চুরি, উদ্ধার হলো নাটোরে

রাজধানী থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল নাটোর জেলা থেকে উদ্ধার করেছে নিউমার্কেট থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে বৃহস্পতিবার  (১৫ নভেম্বর)) সন্ধ্যা ৬ টায় নাটোরের বড়াই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরিচালনা করে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ আল ইমরান (২৪) ও তানিম আহমেদ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, আশফিকুর রহমান নাবিল নামের এক ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ নভেম্বর সন্ধ্যা ৭ টায় বাইকটি দেখতে আইডিয়াল কলেজের সামনে আসেন ইমরান। এক পর্যায়ে ইমরান বাইকটি চালিয়ে দেখতে চাইলে সরল বিশ্বাসে নাবিল চাবি দেয়। এসময় কৌশলে মোটরসাইকেলটি  নিয়ে পালিয়ে যায় ইমরান।

আরও জানা যায়, এ ঘটনায় নাবিলের বাবা আতিকুর রহমান গত ১৪ নভেম্বর বাদী  হয়ে নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত নিউমার্কেট থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে আসছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!