ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

বিজিএমইএ চালাতে ১০ সদস্যের সহায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৮:২০ পিএম

বিজিএমইএ চালাতে ১০ সদস্যের সহায়ক কমিটি

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা করতে সহায়ক একটি কমিটি করে দিয়েছেন সরকার নিযুক্ত প্রশাসক। কমিটিতে সংগঠনের নির্বাচনকেন্দ্রিক জোট সম্মিলিত পরিষদ ও ফোরামের পাঁচজন করে প্রতিনিধি রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সহায়ক এই কমিটি করা হয়।

কমিটিতে স্থান পাওয়া সম্মিলিত পরিষদের পাঁচ সদস্য হলেন ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদউল্লাহ আজিম, মিসামি গার্মেন্টসের এমডি মিরান আলী, উর্মি গার্মেন্টসের এমডি আসিফ আশরাফ, এম এস ওয়্যারিং অ্যাপারেলসের এমডি আ ন ম সাইফুদ্দিন ও শাশা গার্মেন্টসের এমডি শামস মাহমুদ। তারা সবাই বিভিন্ন সময় বিজিএমইএর পরিচালনা পর্ষদে ছিলেন।

আর ফোরামের প্রতিনিধিরা হলেন অনন্ত ক্লথিংয়ের এমডি এনামুল হক খান, ক্লিফটন ফ্যাশনের পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী, সফটেক্স কটনের এমডি রেজওয়ান সেলিম, এমিটি ডিজাইনের এমডি মো. শিহাবুদ্দোজা এবং অনন্ত অ্যাপারেলসের এমডি শরীফ জহির।

সহায়ক কমিটি গঠনের অফিস স্মারকে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইনের আলোকে বিজিএমইএর দায়িত্বে থাকা প্রশাসককে তার কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে সংগঠনটির সদস্যদের সমন্বয়ে এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত রোববার (২০ অক্টোবর) একাধিক অভিযোগে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে প্রশাসক পদে বসায় বাণিজ্য মন্ত্রণালয়। তারপর দিন অর্থাৎ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

বর্তমান বাংলাদেশ

Link copied!