ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

সাইবার হামলা থেকে করদাতাদের রক্ষায় প্রস্তুতি রয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৫:৩১ পিএম

সাইবার হামলা থেকে করদাতাদের রক্ষায় প্রস্তুতি রয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, করদাতারা এবার কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করবেন। করদাতাদের দেয়া তথ্য সাইবার হামলা থেকে রক্ষা করতে যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

রোববার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে কর সেবা মাস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশব্যাপী ৮৬৯টি সার্কেলের করদাতাদের ৪১টি কর অঞ্চলে সেবা বুথ বসিয়ে করদাতাদের বিশেষ সেবা দেয়া হবে। সেই কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।’

এ সময় করদাতাদের অভিযোগ কমাতে হলে পুরো রাজস্ব কাঠামোকে ডিজিটালাইজেশন করার বিকল্প নেই বলেও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান।

বর্তমান বাংলাদেশ

Link copied!