চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৮৯৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে রেমিট্যান্স বেশি এসেছে, সেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলা।
রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত জেলাভিত্তিক হালনাগাদ তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, গত চার মাসে (জুলাই থেকে অক্টোবর) ঢাকা বিভাগে রেমিট্যান্স এসেছে ৪৩১ কোটি ৩০ লাখ ডলার। এই বিভাগের ১৩টি জেলার মধ্যে ঢাকা রয়েছে প্রথমে। আলোচিত চার মাসে ঢাকা জেলায় প্রবাসী আয় এসেছে ২৮৮ কোটি ৯৬ লাখ ডলার। একই বিভাগের টাঙ্গাইল জেলায় প্রবাসী আয় এসেছে ১৭ কোটি ৭৪ লাখ ডলার, যা দেশের মধ্যে শীর্ষ দশম অবস্থানে আছে।
অপরদিক চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছে ২৪৯ কোটি ৪২ লাখ ডলার। এগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় প্রবাসী আয় এসেছে ৭৪ কোটি ৫৯ লাখ ডলার। এছাড়া কুমিল্লা জেলায় ৪৯ কোটি ৫২ লাখ ডলার, নোয়াখালীতে ২৭ কোটি ১৪ লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ কোটি ৩৮ লাখ ডলার, ফেনীতে ২৪ কোটি ৫৭ লাখ ডলার এবং চাঁদপুরে ২৪ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
সেই হিসেবে চট্টগ্রাম বিভাগে কুমিল্লা দ্বিতীয় এবং দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে। এরপর নোয়াখালী পঞ্চম, ব্রাহ্মণবাড়িয়া ষষ্ঠ, ফেনী সপ্তম ও অষ্টম অবস্থানে আছে চাঁদপুর। একই বিভাগের বান্দরবান জেলায় প্রবাসী আয় এসেছে ৬১ লাখ ডলার, যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন এটি। সবনিম্নে দ্বিতীয়তে রয়েছে একই বিভাগের রাঙ্গামাটি। এই জেলায় প্রবাসী আয় এসেছে ৮০ লাখ ডলার।
এছাড়া সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে সিলেট জেলায় প্রবাসী আয় এসেছে ৪২ কোটি ৫১ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ চতুর্থ অবস্থানে আছে। একই বিভাগের মৌলভীবাজার জেলায় প্রবাসী আয় এসেছে ১৮ কোটি ৯ লাখ ডলার, যা দেশের মধ্যে নবম অবস্থানে আছে।
আপনার মতামত লিখুন :