ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

চায়না প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠানের সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষর

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ১০:০২ এএম

চায়না প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠানের সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষর

সিআইবিডিসি বেইজিং চায়নার সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যারিস্ট্রোক্র্যাট এডভাইজার অ্যান্ড অ্যারাঞ্জারসের (৩ এ) সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর গুলশান নর্থ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চায়না প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড্যানিয়েল ঝ্যাং, নির্বাহী চেয়ারম্যান সারাহ লি এবং বাংলাদেশের প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নূর-ই আলম সিদ্দিকী, নির্বাহী পরিচালক মাসুদ রানা এবং ফাইন্যান্স ডিরেক্টর ইসমাত আরা।

অনুষ্ঠান সূত্রে জানা যায়, দেশের শেয়ারবাজার থেকে শুরু করে রিয়েল এস্টেট, এভিয়েশন, ফার্মেসিটিক্যাল, টেল, গ্যাস, পাওয়ার ফুয়েল, টেক্সটাইল, লেদার এবং ফুটওয়্যারসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগ করতে চায় চীনের এই প্রতিষ্ঠানটি। চীনের এই প্রতিষ্ঠানটি বিশ্বাস করে,বাংলাদেশ-চীনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুই দেশের এই সম্পর্ক অর্থনীতি থেকে শুরু করে কূটনৈতিক ক্ষেত্রেও আরও দৃঢ় হবে।

এ বিষয়ে জানতে চাইলে অ্যারিস্ট্রোক্র্যাট এডভাইজার অ্যান্ড অ্যারাঞ্জারসের চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ বলেন, ‘চীনের প্রতিষ্ঠান আমাদের দেশে শেয়ারবাজার থেকে শুরু করে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্ক রয়েছে তা কাজে লাগিয়ে এক সঙ্গে কাজ করতে চায়। দেশের উন্নয়নে চীনের এই প্রতিষ্ঠান  প্রত্যাক্ষভাবে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস রাখি।

বর্তমান বাংলাদেশ

Link copied!