ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (২২ আগস্ট) রাত ১:৩০ এ বিভিন্ন হলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে জননেতা আব্দুল মান্নান হলের সামনে জড়ো হয়। বিক্ষোভ মিছিলটি জননেতা আব্দুল মান্নান হলের সামনে থেকে মুখরিত হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে শেষ হয়। দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বন্যায় যখন মানুষ মরে,আবরার তোমায় মনে পড়ে’, ‘ভারতীয় আগ্রাসন, মানি না, মানব না।’, ‘কুক্কা কুল্লি,নিজামি,নিজামি’, সহ নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
মিছিল শেষে বৃহস্পতিবার সকাল দশটায় একটা মিটিং হয়। মিটিং শেষে মানববন্ধন করে এবং বন্যাত্মকদের সাহায্যের জন্য ফান্ড কালেকশনের জন্য শহরে যায় শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :