ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

শিক্ষা সফরের নামে খুলনা নার্সিং কলেজের চাঁদাবাজি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৪:৪৩ পিএম

শিক্ষা সফরের নামে খুলনা নার্সিং কলেজের চাঁদাবাজি

ছবি-বর্তমান বাংলাদেশ।

শিক্ষা সফরের নামে খুলনা নার্সিং কলেজে চলছে চাঁদাবাজি। যা নিয়ে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।


জানা যায় গত এগার জানুয়ারি কলেজের অধ্যক্ষ চায়না খাঁ এক নোটিশে শিক্ষার্থীদের  শিক্ষা সফরে অংশগ্রহনের জন্য নির্দেশ দেন। নোটিশে তিনি  উল্লেখ করেন শিক্ষা সফরে ধার্যকৃত চাঁদা ১,৫০০ টাকা। শিক্ষা সফরে অংশগ্রহনে অনিচ্ছুক শিক্ষার্থীদের জন্য ধার্যকৃত টাকা পাঁচ শত টাকা।


নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানায়, কলেজ থেকে নোটিশ করেছে বাধ্যতামুলক শিক্ষা সফরে হবে। যদি না যেতে চাই, তাহলে চাদা দিতে হবে। যা নিয়মিত চাঁদাবাজি। আমরা এটা থেকে পরিত্রাণ চাই।


জানা যায়, আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার খুলনা নার্সিং কলেজ, খুলনায় কর্মরত শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও ২০২৩-২৪, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করেন। তারা শিক্ষা সফরে সুন্দরবন এর আন্ধারমানিক ও করমজল ভ্রমন করিবেন।


জাতীয় নাগরিক কমিটির সদস্য মোঃ ফরিদ আহম্মেদ পাঠান বলেন, যারা শিক্ষা সফরে না যাবেন তাদেরও টাকা দিতে হবে, এটা নিয়মিত চাঁদাবাজি।


খুলনা নার্সিং কলেজের অধ্যক্ষ চায়না খাঁ অভিযোগ স্বীকার করে জানান, যদি আমি নোটিশ না করি তাহলে কেউ যেতে চাইবে না। তাই নোটিশ করা হয়েছে।  তবে যারা না যাবে তাদেরকেও টাকা ধার্য করা ঠিক হয়নি। আমরা দ্রুত সংশোধন করে নেবো।

বর্তমান বাংলাদেশ

Link copied!